আবু মুসা মোহন: বান্দরবানের লাল ব্রিজের আগেই একটি গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুতের কুটি ঝুঁকিপূর্ণভাবে নিচু হয়ে রাস্তায় চলে এসেছে। যে কোনো সময় তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুতের তারটি নিচু হয়ে রাস্তার পাশে ঝুলে থাকলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমানে সেটি রীতিমতো পথচারী ও যানবাহনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা বলেন, “এই অবস্থায় যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এই বিদ্যুৎ কুটি মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।