ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কারওয়ান বাজারে ভোর রাতে সবজি কিনতে এসে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন জামির হোসেন (৩০) নামে এক সবজি বিক্রেতা। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে হোটেল সোনারগাঁওয়ের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
আহত সবজি ব্যবসায়ী জামির হোসেন পাইকারি সবজির ব্যবসা করতেন। তিনি তেজগাঁও মডেল থানা এলাকার কাজীপাড়ার ১৭ নম্বর গলির মো. মুজিবুর রহমানের ছেলে।
কবির হোসেন নামে জামিরের এক পরিচিত জানান, রাত প্রায় ৩টার দিকে পাইকারি সবজি কেনার জন্য জামির কারওয়ান বাজারে যান। এ সময় সোনারগাঁও হোটেলের সামনে হঠাৎ তিন থেকে চারজন লোক এসে ধারালো অস্ত্র ধরে টাকা-পয়সা নিতে চায়। তিনি তখন টাকা না দেওয়ায় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।