বাচ্চাদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে বেছে নিন বেস্ট সানস্ক্রিন!

চ্চাদের স্কিনে নারিশমেন্ট এবং ময়েশ্চারাইজারের পাশাপাশি সান প্রোটেকশনেরও দরকার রয়েছে। বাচ্চাকে নিয়ে কোথাও ট্যুরে গেলে বা কড়া রোদে আউটডোরে খেলা করার সময় সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি স্কিনের ক্ষতি করতে পারে। আজকের আর্টিকেলে আমরা জেনে নিবো ক্ষতিকর সূর্যরশ্মি থেকে বাচ্চাদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে কোন সানস্ক্রিনটি বেস্ট অপশন হতে পারে। আজকের রিভিউটি মায়েদের জন্য হেল্পফুল হবে আশা করি।

বাচ্চাদেরও কেন সানস্ক্রিন ব্যবহার করতে হবে?

সানস্ক্রিন সবার জন্য খুব ইম্পরট্যান্ট। স্কিনে বিভিন্ন সমস্যা থেকে শুরু করে সানবার্ন সবথেকে বেশি হয় বাচ্চাদের। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বাড়ন্ত বাচ্চারা বাহিরে খেলাধুলা করে। সানবার্নের সমস্যার জন্য তো খেলাধুলা বন্ধ করে দেওয়া যাবে না! সল্যুশন হিসেবে বেবিদেরও সূর্যরশ্মি থেকে প্রোটেক্ট করতে ব্যবহার করতে হবে সানস্ক্রিন। বাচ্চাদের যেহেতু স্কিন অনেক সেনসিটিভ হয়ে থাকে, তাই একটুতেই চুলকানি, রেডনেস, ইচিং এর প্রবলেম দেখা দিতে পারে। আগে থেকেই যদি শিশুর ত্বকের যত্নে সানস্ক্রিন যোগ করা যায়, তাহলে ভবিষ্যতেও স্কিন থাকবে প্রবলেম ফ্রি!

ক্ষতিকর সূর্যরশ্মি থেকে বাচ্চাদের কোমল ত্বক প্রোটেক্ট করতে বেস্ট সানস্ক্রিন

বাজারে এখন বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। ছোট্ট সোনামণির ত্বকের যত্নে বেছে নিতে হবে সেরা প্রোডাক্টটি।

Aveeno Baby Continuous Protection

সান প্রোটেকশনের পাশাপাশি বাচ্চাদের কোমল ত্বকের সুরক্ষায় চায় একটু এক্সট্রা কেয়ার। Aveeno খুবই পপুলার একটি ব্র্যান্ড এবং অনেক মায়েরাই আস্থা রাখেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট রেঞ্জের উপর। জেনে নিন Aveeno Baby Continuous Protection এর উপাদান ও কার্যকারিতা সম্পর্কে।

 

(১) সানস্ক্রিনটি এস.পি.এফ ৫০+ মানে ইউভি এ এবং ইউভি বি থেকে শিশুকে প্রোটেকশন দিবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করে যদি বাহিরে খেলা করতে যায় তাহলে আর টেনশন করতে হবে না!

 

(২) এই সানস্ক্রিনে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে জিংক অক্সাইড রয়েছে। জিংক অক্সাইড ক্ষতিকর সূর্যরশ্মি থেকে বাচ্চাদের কোমল ত্বক প্রোটেক্ট করতে হেল্প করে। আর সানবার্ন হতেও বাঁধা দেয়।

 

(৩) এটি খুবই মাইল্ড যা ত্বকে খুব সহজে মিশে যায় এবং ময়েশ্চার লক করে রাখে কোনো ইরিটেশন ছাড়াই।

(৪) এই সানস্ক্রিনটি বেবির ফুল বডি, ফেইসে অ্যাপ্লাই করা যাবে।

 

(৫) আর এই সানস্ক্রিনটি স্কিনকে স্মুথ রাখে, কেননা এতে রয়েছে ওটস।

 

(৬) খেলাধুলা করবে, দৌড়ঝাঁপ করবে এইটাই বাচ্চাদের জন্য নরমাল। ফলে বাচ্চার ঘামও বেশি হবে। আর ঘাম এবং পানি রেজিস্ট্যান্স হওয়াতে এই সানস্ক্রিনটি কিন্তু বাচ্চার জন্য উপযুক্ত।

(৭) সানস্ক্রিনটি বেবিদের ডেলিকেট স্কিনকে টার্গেট করে ফর্মুলেট করা হয়েছে। এটি টিয়ার ফ্রি, নন-গ্রিজি, প্যারাবেন ফ্রি এবং ফ্রেগেন্স ফ্রি।

সূএ:সাজগোজ ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাচ্চাদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে বেছে নিন বেস্ট সানস্ক্রিন!

চ্চাদের স্কিনে নারিশমেন্ট এবং ময়েশ্চারাইজারের পাশাপাশি সান প্রোটেকশনেরও দরকার রয়েছে। বাচ্চাকে নিয়ে কোথাও ট্যুরে গেলে বা কড়া রোদে আউটডোরে খেলা করার সময় সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি স্কিনের ক্ষতি করতে পারে। আজকের আর্টিকেলে আমরা জেনে নিবো ক্ষতিকর সূর্যরশ্মি থেকে বাচ্চাদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে কোন সানস্ক্রিনটি বেস্ট অপশন হতে পারে। আজকের রিভিউটি মায়েদের জন্য হেল্পফুল হবে আশা করি।

বাচ্চাদেরও কেন সানস্ক্রিন ব্যবহার করতে হবে?

সানস্ক্রিন সবার জন্য খুব ইম্পরট্যান্ট। স্কিনে বিভিন্ন সমস্যা থেকে শুরু করে সানবার্ন সবথেকে বেশি হয় বাচ্চাদের। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বাড়ন্ত বাচ্চারা বাহিরে খেলাধুলা করে। সানবার্নের সমস্যার জন্য তো খেলাধুলা বন্ধ করে দেওয়া যাবে না! সল্যুশন হিসেবে বেবিদেরও সূর্যরশ্মি থেকে প্রোটেক্ট করতে ব্যবহার করতে হবে সানস্ক্রিন। বাচ্চাদের যেহেতু স্কিন অনেক সেনসিটিভ হয়ে থাকে, তাই একটুতেই চুলকানি, রেডনেস, ইচিং এর প্রবলেম দেখা দিতে পারে। আগে থেকেই যদি শিশুর ত্বকের যত্নে সানস্ক্রিন যোগ করা যায়, তাহলে ভবিষ্যতেও স্কিন থাকবে প্রবলেম ফ্রি!

ক্ষতিকর সূর্যরশ্মি থেকে বাচ্চাদের কোমল ত্বক প্রোটেক্ট করতে বেস্ট সানস্ক্রিন

বাজারে এখন বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। ছোট্ট সোনামণির ত্বকের যত্নে বেছে নিতে হবে সেরা প্রোডাক্টটি।

Aveeno Baby Continuous Protection

সান প্রোটেকশনের পাশাপাশি বাচ্চাদের কোমল ত্বকের সুরক্ষায় চায় একটু এক্সট্রা কেয়ার। Aveeno খুবই পপুলার একটি ব্র্যান্ড এবং অনেক মায়েরাই আস্থা রাখেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট রেঞ্জের উপর। জেনে নিন Aveeno Baby Continuous Protection এর উপাদান ও কার্যকারিতা সম্পর্কে।

 

(১) সানস্ক্রিনটি এস.পি.এফ ৫০+ মানে ইউভি এ এবং ইউভি বি থেকে শিশুকে প্রোটেকশন দিবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করে যদি বাহিরে খেলা করতে যায় তাহলে আর টেনশন করতে হবে না!

 

(২) এই সানস্ক্রিনে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে জিংক অক্সাইড রয়েছে। জিংক অক্সাইড ক্ষতিকর সূর্যরশ্মি থেকে বাচ্চাদের কোমল ত্বক প্রোটেক্ট করতে হেল্প করে। আর সানবার্ন হতেও বাঁধা দেয়।

 

(৩) এটি খুবই মাইল্ড যা ত্বকে খুব সহজে মিশে যায় এবং ময়েশ্চার লক করে রাখে কোনো ইরিটেশন ছাড়াই।

(৪) এই সানস্ক্রিনটি বেবির ফুল বডি, ফেইসে অ্যাপ্লাই করা যাবে।

 

(৫) আর এই সানস্ক্রিনটি স্কিনকে স্মুথ রাখে, কেননা এতে রয়েছে ওটস।

 

(৬) খেলাধুলা করবে, দৌড়ঝাঁপ করবে এইটাই বাচ্চাদের জন্য নরমাল। ফলে বাচ্চার ঘামও বেশি হবে। আর ঘাম এবং পানি রেজিস্ট্যান্স হওয়াতে এই সানস্ক্রিনটি কিন্তু বাচ্চার জন্য উপযুক্ত।

(৭) সানস্ক্রিনটি বেবিদের ডেলিকেট স্কিনকে টার্গেট করে ফর্মুলেট করা হয়েছে। এটি টিয়ার ফ্রি, নন-গ্রিজি, প্যারাবেন ফ্রি এবং ফ্রেগেন্স ফ্রি।

সূএ:সাজগোজ ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com