বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নতুন কর্মসূচি ঘোষণা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সংসদীয় আসন ও সীমানা পুনর্ববহালের দাবিতে বাগেরহাটে পূর্বঘোষিত আগামীকাল মঙ্গল ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এমএ সালাম।

 

সংবাদ সম্মেলনে এমএ সালাম বলেন, সামনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন। এরপর সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

এদিকে, মঙ্গল ও বুধবার অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হলেও সকাল ৯টা থেকে দুপুর ১টা  পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কমিশন অফিসে সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ. ইউনুস আলী, মাওলানা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম প্রমুখ।

 

প্রসঙ্গত, এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম।

 

এর আগে, গত জুলাই মাসের ৩০ তারিখে নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল -মোংলা নিয়ে গঠিত বাগেরহাট- ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয়। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতো কোন কাজে হয়নি। অবশেষে বাগেরহাটে ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়।

 

এরপর থেকে হরতাল অবরোধসহ বিভিন্ন আন্দোলন শুরু করে বাগেরহাটবাসী। তাদের দাবি, যে কোন মূল্যে বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আসন ফিরে না দেয়া হবে লাগাতার অবরোধ এবং হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

 

নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট- ১, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার

» জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে : আমীর খসরু

» রেকর্ড সোয়া ১৮ কোটি টাকায় বিক্রি হলো মেসির রুকি কার্ড

» বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নতুন কর্মসূচি ঘোষণা

» আ. লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফারুক

» চাপ নয়, ভারতের বারবার অনুরোধে ইলিশ পাঠাচ্ছি: উপদেষ্টা ফরিদা আখতার

» তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

» ঢামেকে একসঙ্গে ৫ সন্তানের জন্ম : একে একে ৪ জনের মৃত্যু

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেল দুই দিনের রিমান্ডে

» এবার যুগপৎ কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নতুন কর্মসূচি ঘোষণা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সংসদীয় আসন ও সীমানা পুনর্ববহালের দাবিতে বাগেরহাটে পূর্বঘোষিত আগামীকাল মঙ্গল ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এমএ সালাম।

 

সংবাদ সম্মেলনে এমএ সালাম বলেন, সামনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন। এরপর সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

এদিকে, মঙ্গল ও বুধবার অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হলেও সকাল ৯টা থেকে দুপুর ১টা  পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কমিশন অফিসে সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ. ইউনুস আলী, মাওলানা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম প্রমুখ।

 

প্রসঙ্গত, এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম।

 

এর আগে, গত জুলাই মাসের ৩০ তারিখে নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল -মোংলা নিয়ে গঠিত বাগেরহাট- ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয়। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতো কোন কাজে হয়নি। অবশেষে বাগেরহাটে ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়।

 

এরপর থেকে হরতাল অবরোধসহ বিভিন্ন আন্দোলন শুরু করে বাগেরহাটবাসী। তাদের দাবি, যে কোন মূল্যে বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আসন ফিরে না দেয়া হবে লাগাতার অবরোধ এবং হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

 

নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট- ১, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com