সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ক্ষমতায় থাকাকালে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ঢিল ছুড়েছিলেন জো বাইডেন। পুনরায় ক্ষমতায় ফিরে এবার তাকে পাটকেল ফিরিয়ে দিলেন ট্রাম্প। তুলে নেওয়া হল বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র। এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলি আর বাইডেন হাতে পাবেন না। তার কাছে আর কোনও গোপন খবর পৌঁছবে না।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাচ্যুত হলেও সাবেক প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন। কিন্তু ২০২১ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। এবার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা। সে কথা অস্বীকারও করেননি তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনও প্রয়োজন নেই। আমরা তার এ সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত, তা আর যাবে না।
এরপর ট্রাম্প লিখেছেন, “এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনও খবর না দেওয়া হয়। প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন।
বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। তার স্মৃতিশক্তিকে ব্যঙ্গ করে লিখেছেন, “রিপোর্টে দেখা গিয়েছে, বাইডেনের স্মৃতিশক্তি বেশ কম। গোপন তথ্য নিয়ে তাকে ভরসা করা যায় না। আমি আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করব।
বাইডেনের উদ্দেশে সরাসরি ট্রাম্প বলেন, “জো, তোমার সময় শেষ। আমরা আমেরিকাকে আবার মহান বানাব।
২০২১ সালে মার্কিন ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। বলেছিলেন, “ট্রাম্পের আচরণ প্রমাণ করে, তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। তাই ওই ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে।” ২০২৫ সালে ক্ষমতায় ফিরে ট্রাম্প তারই পাল্টা জবাব দিলেন পূর্বতন প্রেসিডেন্টকে। সূত্র: বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, এপি