ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ দ’খলের পায়তারা ভারতের! মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
বুধবার (১৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান ইলিয়াস।
ইলিয়াস তার পোস্টে বলেন, খাগড়াছড়ি থেকে মাত্র ২৪ মাইল এবং ফেনী থেকে মাত্র ৯৬ মাইল দূরে, মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত এখন ফুল-স্কেল এয়ারফোর্স বেজে আপগ্রেড করতেছে।
অন্যদিকে, সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের পানাগড় এয়ারফোর্স স্টেশন-এ বড় আকারে মেরামত ও পুনঃনির্মাণ শুরু হয়েছে।
২৬m × ৩১m আকারের শেড ও নতুন ট্যাক্সিওয়ে দেখে স্পষ্ট – সেখানে Su-30 সহ আধুনিক যুদ্ধবিমান পরিচালনার প্রস্তুতি চলছে। উত্তর ও দক্ষিণ ফ্রন্ট থেকে হু’মকি বিবেচনায়, বাংলাদেশকেও এখনই পদক্ষেপ নিতে হবে।
বিশেষ করে নিচের বিমানবন্দরগুলো আপগ্রেড করা অত্যন্ত গুরুত্বপূর্ণঃ
১। উত্তরবঙ্গ কেন্দ্রিক প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় বিমানবন্দর:
ক। লালমনিরহাট বিমানবন্দর।
খ। ঠাকুরগাঁও বিমানবন্দর।
গ। বগুড়া বিমানবন্দর।
২। দক্ষিণাঞ্চলে ফেনী রুট রক্ষা ও দ্রুত প্রতিরক্ষা মোতায়েনের জন্য :
ক। ফেনী বিমানবন্দর।
খ। কুমিল্লা বিমানবন্দর।
গ। শমসেরনগর বিমানবন্দর, মৌলভীবাজার।
মিরসরাই ইকোনমিক জোন:
যেহেতু এটি একটি স্ট্র্যাটেজিক এবং ইনভেস্টমেন্ট-ভিত্তিক এলাকা, সেখানে দ্রুত একটি স্থায়ী সে’নানিবাস স্থাপন করার দাবী রইলো।। সূএ: বার্তা বাজার ডটকম