ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার চর্চাকে সুদৃঢ় করতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে নতুন উদ্যমে শুরু হয়েছে বিসিওসি ক্যালগেরি’র বাংলা স্কুল।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডাস্থ কনস্যুলেট জেনারেল টরোন্টোর কনসাল জেনারেল মোঃ ফারুক হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, শিক্ষা সচিব ড. দেলোয়ার হোসাইন, বাংলা স্কুলের অধ্যক্ষ মোঃ আসজাদ হোসাইন, সহকারী অধ্যক্ষ লতিফুন আহসিন ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আনিস হক এবং প্রফেসর তুরিন চৌধুরী।
বক্তারা বলেন, আমরা প্রবাসে থাকলেও আমাদের কাজে কর্মে ও অনুভবে সর্বদাই আমাদের মন পড়ে থাকে মাতৃভূমিতে। নতুন প্রজন্মের মাঝে আমাদের বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সত্ত্বাকে তুলে ধরতে এবং অব্যাহত রাখতে বাংলা ভাষা শিক্ষার কোন বিকল্প নেই। তাঁরা আরো বলেন, প্রজন্ম থেকে প্রজন্মানতরে আমাদের ভাষা ও ঐতিহ্য কে ভবিষ্যৎ প্রজন্মের কোমলমতি শিশুরাই বাঁচিয়ে রাখবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন