সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন জঁ-মার্ক সেরে-শারলে। ২০ বছরেরও বেশি কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি ছয় বছর ফ্রান্সের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বর্তমান রাষ্ট্রদূত মারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হবেন। তিনি ২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। জঁ-মার্ক সেরে-শারলে ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি’অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করছেন (অক্টোবর ২০২১ থেকে)।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘সেরে-শারলে একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের সময় রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন।
মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং ২০১৩-১৫ সালে নয়াদিল্লিতে উপমিশন প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেছেন। সূএ : বাংলাদেশ প্রতিদিন