ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশের ওপর কাউকে খবরদারি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার রাজধানীর বিস অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, আমরা কোনো দেশের ওপর খবরদারি করতে পারি বা না পারি, আমাদের দেশের ওপর কাউকে খবরদারি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র আছে, বাংলাদেশে এমন হলে এ দেশের তরুণ সমাজই রুখে দাঁড়াবে। কাউকে প্রয়োজন হওয়ার কথা না।