ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল।
আজ রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি রংপুরসহ আশপাশ এলাকায় অনুভূত হয়, যার কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গেরো পাহাড়, যা ঢাকার থেকে ২০৮ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের আঘাত এতটাই মৃদু ছিল যে, এর ফলে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, যার ফলে কিছু সময়ের জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
আবহাওয়াবিদ আরও জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মেঘালয় অঞ্চলে হলেও এর প্রভাব বাংলাদেশেও পড়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে। তবে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।