[ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫] প্রথমবারের মতো বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে অবস্থানরত সময়ে তাদের ব্যালেন্স (বাংলাদেশি টাকায়) ব্যবহার করে আন্তর্জাতিক রোমিং সেবা উপভোগ করতে পারবেন, প্রয়োজন হবে না বিদেশী মুদ্রা বা ক্রেডিট কার্ডের। কানেক্টিভিটি সেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সহজলভ্য করার লক্ষ্যে বিশেষ এই হজ রোমিং অফার চালু করেছে দেশের ইনোভেটিভ ডিজিটাল অপারেটর বাংলালিংক।
হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সুবিধা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই হজ রোমিং প্যাকগুলো নিয়ে এসেছে বাংলালিংক। গ্রাহকরা সৌদি আরবে পৌঁছানোর পরে তাৎক্ষণিকভাবে কানেক্টিভিটি সেবা পেতে সরাসরি মাইবিএল অ্যাপের ডেডিকেটেড হজ রোমিং সেকশন অথবা ব্যালেন্স রিচার্জের মাধ্যমে এই প্যাকগুলো সক্রিয় করতে পারবেন।
এসটিসি, যাইন ও এতিসালাতের মতো শীর্ষস্থানীয় সৌদি নেটওয়ার্কের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ব্যাপক কাভারেজ নিশ্চিত করবে বাংলালিংকের হজ রোমিং প্যাকগুলো।
এই উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “হজ জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম। এ সময় প্রিয়জনদের সাথে কানেক্টিভিটি সেবার মাধ্যমে সংযুক্ত থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের গ্রাহকদের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে আমরা বাংলাদেশি টাকায় রোমিং পেমেন্ট সুবিধা এবং সাশ্রয়ী মূল্যের, সহজলভ্য প্যাকেজ নিয়ে এসেছি। অর্থবহ সমাধানের মাধ্যমে গ্রাহকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সৌদি আরবে অবতরণের পর থেকেই নিরবচ্ছিন্ন সেবা পেতে ফ্লাইটের আগেই কিনে ফেলুন আপনার পছন্দের রোমিং প্যাকটি। প্যাক ক্রয় করার সাথেসাথেই অনতিবিলম্বে রোমিং সেবাটি চালু হয়ে যাবে। সেরা অভিজ্ঞতার জন্য এসটিসি, যাইন অথবা এতিসালাতের নেটওয়ার্ক ব্যবহার করুন।
গ্রাহকদের জন্য বেশ কিছ প্যাক রয়েছে; যেমন – ৫৯৪ টাকায় ৭ দিনের জন্য (মেয়াদ) ১৫ মিনিট টকটাইম সহ ৩ জিবি ইন্টারনেট; ৯৯৪ টাকায় ১৫ দিনের জন্য ১৫ মিনিট টকটাইম সহ ৮ জিবি ইন্টারনেট; ১,৯৯৪ টাকায় ৩০ দিনের জন্য ৩০ মিনিট টকটাইম সহ ১৫ জিবি ইন্টারনেট; ২,৪৯৪ টাকায় ৪৫ দিনের জন্য ৫০ মিনিট টকটাইম সহ ২৫ জিবি ইন্টারনেট; এবং ৬,৪৯৪ টাকায় ৬০ দিনের জন্য ৩০০ মিনিট টকটাইম সহ ৫০ জিবি ইন্টারনেট।