শাহনাজ পারভীন মিতা:
কুহু কুহু ধ্বনি
ভোর হতেই কী মধুর আগমনী,
কোকিলের অবিরাম সুরে
বসন্ত দ্বারপ্রান্তে হৃদয় -মনজুড়ে ।
প্রকৃতির কি অপরুপ খেলা
বিধাতার সৃষ্টির অপার লীলা,
কুয়াশার ভোর পেরিয়ে
বসন্ত এসেছে জাগ্রত দুয়ারে।
জীবনের নিঃসীম শীতের রাত
দীর্ঘ থেকে দীর্ঘতর প্রপাত,
সময় শুধুই হেটে চলে
কাজল নদীর জলে।
সেখানে নেই কোকিলের কুহু কুহু
জীবনপাতা ঝরে পড়ে মুহুর্মুহু,
তবুও কান পেতে রই
শীতের পর শুধুই বসন্ত ছুঁই ।
Facebook Comments Box