সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক:: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমি বলেছিলাম- ২০২৪ এর নির্বাচন করো হাসিনা, করতে পারো, কিন্তু এক বছরের বেশি সংসদে টিকবা না। আল্লাহর দরবারে কোটি-কোটি শুকরিয়া, সাত মাসের বেশি টিকতে পারে নাই।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। এসময় তিনি আরও বলেন, “ওই গণভবন যেটা এক টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিলা, মনে করেছিলে গণভবন তোমার বাপের বাড়ির পৈত্রিক সম্পত্তি। সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে আর আসতে পারে নাই।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “এখন আওয়ামী লীগ চোখে দেখা যায় না। দৃশ্যমান কোনো শত্রুও নেই। তবে অদৃশ্য শত্রু আছে। তাই মনে রাখবেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। কোনওরকম অন্যায়ের সঙ্গে, কোনওরকম বাণিজ্যের সঙ্গে নিজেকে জড়াবেন না। যারা জনপ্রিয় হয়, যারা বিএনপির মতো দল হয়, সেই দলকে ভাঙা যায় না। কিন্তু তার পিছনে শত্রু থাকে। সুতরাং আমি আমার ভাই-বোনদের বলবো সাবধান।
তিনি আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একত্রে থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা আমরা তৈরি হতে দেব না।”