[ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫] দেশের বাজারে নিজেদের যাত্রার এক বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এই বিশেষ উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য চালু করেছে ‘মেগা ক্যাশব্যাক” ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে ক্রেতারা রিভোর সব মডেলের মোটরসাইকেলে উপভোগ করবেন নগদ ছাড়।
মডেল অনুযায়ী ক্রেতারা ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সুবিধা নিতে পারবেন । ফলে, ক্রেতারা রিভোর এন্ট্রি-লেভেল থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জের বাইক, সব মডেলেই পাচ্ছেন সাশ্রয়ের সুযোগ।
এই ক্যাম্পেইনের আওতায় রিভোর এ১২-এস ও সি৩২-ওয়াই মডেলের মোটরসাইকেল ক্রয়ে থাকছে ৩ হাজার টাকার ক্যাশব্যাক। আরও উন্নত ফিচার সমৃদ্ধ এ১০ ও এ১১ মডেলে থাকছে ৫ হাজার টাকার ছাড়। এছাড়াও, রিভোর ফ্ল্যাগশিপ মডেল ই৫২ -তে থাকছে সর্বোচ্চ ১২ হাজার টাকার ক্যাশব্যাক অফার, যা অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি দিচ্ছে উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ।
এ নিয়ে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “বাংলাদেশে রিভোর প্রথম বর্ষপূর্তি উদযাপনে আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য বিশেষ এ ক্যাম্পেইন চালু করা করা হয়েছে। পরিবেশবান্ধব ও ভবিষ্যত প্রযুক্তি-কেন্দ্রিক একটি ব্র্যান্ড হিসেবে রিভো সবসময়ই স্মার্ট সমাধান দেওয়ার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস ও সবুজ জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিশেষ উপলক্ষে আমরা পরিবেশবান্ধব বাহন তৈরি অব্যাহত রাখার এবং ক্রেতাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসার অঙ্গীকার করছি।”
পুরো সেপ্টেম্বর জুড়ে চলবে রিভোর এ মেগা ক্যাশব্যাক ক্যাম্পেইন। ক্রেতারা নির্ধারিত শর্তাবলীর ভিত্তিতে অফারগুলো উপভোগ করতে পারবেন। যেকোন অনুমোদিত রিভো ডিলারশিপ শো-রুমে ক্যাশব্যাক অফার ও রিভোর সবগুলো মডেলের মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে রিভো উচ্চ মানসম্পন্ন ইলেকট্রিক মোটরসাইকেল উন্মোচনে অগ্রাধিকার দিয়ে আসছে রিভো। আধুনিক প্রযুক্তি ও ব্যবহারিক নকশার সমন্বয়ে তৈরি এই বাইকগুলো বাংলাদেশের রাইডারদের প্রয়োজন পূরণের পাশাপাশি পরিবেশ সম্পর্কিত লক্ষ্যপূরণেও অবদান রাখছে।