বরিশালে বিদেশে তৈরি একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম এবং প্রায় ৮০০ গ্রাম গান পাউডারসহ বাবুল হাওলাদার নামে একজনকে আটক করেছে র্যাব-৮।
আজ শুক্রবার ভোরে নগরীর নদী বন্দর এলাকা থেকে তাকে আটক এবং এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদি গ্রামের মোজাফফর হাওলাদারের ছেলে।
রিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। তিনি আরও বলেন, বিগত ইউপি নির্বাচনে সহিংসতায় অস্ত্র ও বোমা সরবরাহ করতো এই বাবুল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নগরীর নদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক এবং বিদেশে তৈরি ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম এবং প্রায় ৮০০ গ্রাম গান পাউডার উদ্ধার করে র্যাব-৮।
এ ঘটনায় আটক বাবুলকে কোতয়ালী থানায় সোপর্দ করে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।