শাহনাজ পারভীন মিতা:
সিড়িতে এক পা দু,পা করে
তোমার উঠে আসার আওয়াজটা
আমি বেশ শুনতে পাই,
বা বলতে পারো
আমি কান পেতে রই
বন্ধ দরজার এপারে।
ঠক ঠক করে ,যখন বন্ধ দরজার
ওপারে তুমি এসে দাঁড়াও,
কেমন যেনো এক দ্বিধা ভয়
আমাকে আচ্ছন্ন করে।
এ কিসের ভয়!
আমি জানি না
ভালোবাসি ,ভালোবাসি তোমায়
তবুও কেনো এই বন্ধ কপাট!
হয়তো এই কপাট বন্ধ সময়ের প্রহরটা
এখন আমার নাগালে নেই,
বিষন্ন বিকেল ঝরা পাতা
তারই মাঝে চেনা সুর বেজে চলে।
কখনও মনে হয় জীবনের আহ্বান
কখনও তা ম্লান সন্ধ্যা,
যখন সব পাখি নীড়ে ফেরে।
সেই শেষ বিকেলে তো
ভোরের ফুল ফোটে না,
তাই তো তোমাকে দাড়
করিয়ে রাখি ,বন্ধ দরজার ওপারে ।
Facebook Comments Box