মূলঃ Ray Bradbury – Fahrenheit 451
“সুনির্দিষ্ট কোন মুহূর্তে বন্ধুত্বের শুরু হবে তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বিন্দু বিন্দু জল দিয়ে যখন জাহাজ ভরে যায়, তখন সেখানে একটি শেষবিন্দু থাকে যেটি জাহাজকে উপচে দেয়। বন্ধুত্বের বিষয়টিও ঠিক তেমনি। এই ক্ষেত্রে পারস্পরিক সহমর্মিতাগুলোর একটি পরম্পরা থাকে। সেই পরম্পরার শেষ সহমর্মিতাটিই পরস্পরের হৃদয়কে পূর্ণ করে তোলে।”
সূএ: ডেইলি-বাংলাদেশ