ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের লস্করকান্দি গ্রামে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কৈজুরী ইউনিয়নের লস্করকান্দি ঠেনঠেনিয়া বাজার এলাকার ইউনুস হাওলাদারের বড় পুত্র আব্দুর রাহিম (২৪) এর সাথে ছোট ভাই আব্দুর কাইয়ুম (২০) এর বিদেশ যাওয়ার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। আব্দুর রাহিম তার বাবার কাছে বিদেশ যাওয়া বাবদ ৫ লাখ টাকা চায়। এসময় ছোট ছেলে কাইয়ুমও বলেন, বড় ভাইকে টাকা দিলে আমাকেও টাকা দিতে হবে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই রহিম ছোট ভাই কাইয়ুমকে চাকু দিয়ে পেটে আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা কাইয়ুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায় কাইয়ুম। এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
কোতয়ালী থানার ওসি মোঃ আসাদউজ্জামান জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। নিহত কাইয়ুমের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।