বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার দুইটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে বনপাড়া পৌরস্থ ৩নং ওয়ার্ড ডিপিএইচই অফিস নাটোর -পাবনা মহাসড়ক হতে নূরপুর কটেজ অভিমুখে ২’শ মিটার এবং ইসমাইল মহুরীর বাড়ি হতে রাবেয়া বাসার দারুল হিকমা মাদ্রাসা পর্যন্ত ৫৫ মিটার এ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। বনপাড়া পৌরসভার অর্থায়নে মোট দুইশত পঞ্চান্ন মিটার আরসিসি এই রাস্তায় অনুমোদিত ব্যয় ধরা হয়েছে পনের লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, বনপাড়া পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব সরদার রফিক উদ্দিন, বনপাড়া থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিশিষ্ট ব্যবসায়ী কলমতারা, প্রবীণ ব্যক্তিত্ব নূরুল ইসলাম, শরিফুল ইসলাম মিঠু, মহুরী ইজ্জতুল্লাহ চৌধুরী সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box