বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে আবু তালেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিমালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু তালেব একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, গুড়ি গুড়ি বৃষ্টির সময় আবু তালেব তার নিজের ধানের জমিতে কৃষিকাজ করছিলো। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবু তালেব দীর্ঘদিন বিদেশে থাকার পর সম্প্রতি বাড়িতে আসে এবং নিজ জমিতে কৃষিকাজ শুরু করে। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box