বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩৬ জন তরুণ-তরুণীকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এর সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো. ইমান হোসেন খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুর রহমান, ছাত্র প্রতিনিধি মো.মাহাবুব আলী সরকার প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩৬ জন তরুণ-তরুণীর হাতে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ হিসেবে ১৫ লক্ষ ৮৫ হাজার টাকার চেক প্রদান করেন ।
Facebook Comments Box