বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। প্রাথমিক পর্যায়ে উপজেলার ১৪’শ জন কৃষকের মাঝে শুধু সরিষা বীজ বিতরণ করা হয়েছে। দেশের চাহিদা মেটাতে কৃষি ফসল বৃদ্ধির নিমিত্তে কৃষি প্রণোদনার আওতায় পর্যায়ক্রমে ৬ হাজার ৯১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, মসুর, ও খেসারীসহ বিভিন্ন বীজ ও সার প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মাহদি হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব, সাংবাদিক কায়েস উদ্দিন, রতন আলী সহ সুবিধা ভোগী কৃষক- কৃষাণী বৃন্দ।
অপর দিকে বড়াইগ্রামে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে । “ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় র্যালী’র আয়োজন করা হয়, র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে এসে শেষ হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ মাহদি হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ -সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হযরত আলী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব, সাংগঠনিক সম্পাদক রতন আলী, কোষাধক্ষ্য কায়েস উদ্দিন সহ কৃষক – কৃষাণীবৃন্দ।
Facebook Comments Box