অবিলম্বে বকেয়া বেতন-ভাতা, ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন রেডিও টুডের ভুক্তভোগী কর্মীরা। রোববার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
ভুক্তভোগী কর্মীরা বলেন, দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে। এফএম ৮৯.৬ এ বিগত কয়েক বছর ধরে বেতন-ভাতা, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা অনিয়মিত। বর্তমানে বেশিরভাগ কর্মীর পাঁচ থেকে ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
তারা বলেন, বেতন-ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনার জন্য আবেদন করলেও মালিকপক্ষ কোনো কর্ণপাত করছে না বরং নানা টালবাহানার আশ্রয় নিচ্ছে। একই সঙ্গে কর্মীদের চাকরি থেকে নিয়মবহির্ভূতভাবে ছাঁটাই, চাকরি ছেড়ে দেওয়ার চাপসহ নানা ধরনের নির্যাতনমূলক পদক্ষেপ নিচ্ছে।
অফিস সহকারী তরিকুল ইসলাম বলেন, আমার বাবা একবার অসুস্থ হয়। তখন আমার দুই মাসের বেতন বাকি ছিল। সেই বেতনটিও আমাকে তখন দেওয়া হয়নি। ১৭ বছর ধরে এ প্রতিষ্ঠানে কাজ করছি। কতো মানুষকে দেখেছি বেতন না দিয়েই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, সাংবাদিকদের যে ন্যায্য পাওনা তা পরিশোধের ব্যবস্থা করুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে অধিকাংশ মানুষ মানবেতর জীবনযাপন করছে। বিব্রত হতে হয় পরিবার বা পাড়া-মহল্লায়।
তিনি আরও বলেন, আসুন একটি সংগ্রাম গড়ে তুলি। তাদের অফিস বা বাড়ি ঘেরাও করি। দাবি নয় এটি আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, সংগ্রাম কমিটির আহ্ববায়ক ও রেডিও টুডের স্পেশাল করস্পন্ডেন্ট মোশকায়েত মাশয়েক, সদস্য সচিব আশরাফ হোসেন, নিউজ ইনচার্জ সাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।