ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় অগ্নিকাণ্ডের কারণ ও জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।
এদিকে, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন লাগার ঘটনা রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ বলছে, আশেপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজের ডিভিআর সংগ্রহের কাজ চলছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে।
ফায়ার সার্ভিস বলছে, আজ শনিবার ভোর ৫টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত জানতে চাইলে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ সেখানে রয়েছে। এর মধ্যে কেনো শুধু দুটি মোটিফে আগুন লেগেছে, সেটি রহস্যজনক।