ফেসবুক পোস্ট রিচ হয় না? জানুন কী করলে রিচ বাড়বে

ছবি সংগৃহীত

 

ফেসবুক প্রতিদিন অসংখ্য পোস্ট দেন। কিন্তু সকল পোস্টে সমানভাবে লাইক, কমেন্টস আসে না। কখনো ভেবে দেখেছেন কি, কেন এমনটা হয়? আসলে ফেসবুক আপনার সব পোস্ট রিচ করায় না। এর পেছনের কারণ জানলে সমাধানটাও খুঁজে পাবেন।

 

ফেসবুক প্রোফাইলে পোস্টের রিচ কীভাবে বাড়াবেন? এই বিষয়ে অনেকের কাছেই সঠিক উত্তর নেই। অনেকেই পেইড প্রোমোশন করেন। কিন্তু সেটাই কিন্তু একমাত্র সমধানের পথ নয়। তাই ফেসবুকে অর্গানিক রিচ বাড়ানোর পদ্ধতি জানুন।

fb_4

অবসরে সময় কাটানো নয়, ফেসবুক এখন অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বরপূর্ণ একটি মাধ্যম। বিজ্ঞাপনদাতা থেকে শুরু করে ক্রিয়েটর সবাই এখন চেষ্টা করছে অর্গানিক উপায়ে কীভাবে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে নিজেদের কন্টেন্ট পৌঁছানো সম্ভব হবে। কিন্তু অনেকেরই অভিযোগ পোস্টের রিচ অর্গানিক উপায়ে তুলনামূলক অনেক কম হচ্ছে। রিচ বাড়ানোর জন্য টাকা দিয়ে প্রমোট করতে হচ্ছে। এতে অনেক খরচ হচ্ছে ক্রিয়েটরদের। এককথায় লাভের গুড় পিঁপড়ায খাচ্ছে। এই পরিস্থিতি থেকে থেকে বের হবেন কীভাবে? নিজের ফেসবুক পোস্টের রিচ বাড়াবেন কীভাবে? জানুন এই প্রতিবেদনে-

 

প্রথমেই বলে নেওয়া দরকার, নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেদের অ্যালগরিদম পরিবর্তন করে ফেসবুক। অর্থাৎ আজ যে পদ্ধতিতে রিচ বাড়াচ্ছেন কয়েক মাস বা কয়েকদিন পর সেই পদ্ধতিতে রিচ না-ও বাড়তে পারে।

 

এছাড়াও ফেসবুক কখনই নিজেদের অ্যালগরিদম বা মডারেশন পলিশি নিয়ে জানায় না। সুতরাং নির্দিষ্ট ঠিক কোন কোন পদ্ধতিতে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে তা বলা বেশ কঠিন। তবে এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু ধারণা পাবেন আপনারা।

​প্রথমেই জেনে নিন ফেসবুক পোস্টের রিচ কেন কম হচ্ছে?

ফেসবুক তার ইউজারদের মনোভাব বুঝে তাদের কাছে পোস্ট রেকমেন্ড করে। ধরে নিন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আপনি খাবার সংক্রান্ত বিষয়ে পোস্ট করেন। আপনার ওই পেজ যারা লাইক করেছেন তাদের কাছে সেই পোস্ট পৌঁছানোর কথা। কিন্তু দেখা গেল যারা লাইক করেছেন তাদের মধ্যে অনেকেই আপনার পোস্টগুলো পছন্দ করছেন না, অথবা হয়তো আগে পছন্দ করতেন কিন্তু এখন সেগুলো পছন্দের তালিকায় নেই। ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে। এবং যারা আপনার পোস্ট পছন্দ করছেন না তাদের কাছে আপনার পেজের পোস্টগুলো রেকমেন্ড করবে না। ফলে কমবে আপনার পোস্ট রিচ।

fb_main

​দ্বিতীয়ত-

কোন সময়ে কন্টেন্ট পোস্ট করছেন তার ওপর নির্ভর করে আপনার পোস্ট রিচ হয়। আপনি কোনও পোস্ট যদি মাঝরাতে করেন তাহলে তা এমনিতেই বাংলাদেশি ব্যবহারকারীদের কাছে কম পৌঁছাবে। পাশাপাশি ফেসবুকে সবসময় ট্র্যাফিক সমান থাকে না, ফলে ট্র্যাফিক যখন কম থাকে তখন পোস্ট করলে রিচ কমবে আপনার পেজের কন্টেন্টের।

 

​তৃতীয়ত কন্টেন্টে তথ্য

আপনার পোস্ট করা কন্টেন্টে যত ভালো তথ্য থাকে রিচ তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

 

ফেসবুক এআই

এর সঙ্গে আরও একটি বিষয় জেনে রাখা দরকার। আপনি যখনই ফেসবুকে লগইন করে তখন সর্বপ্রথম দেখা হয় আপনার প্রোফাইলের কোনও বন্ধু বা কোনও পেজ থেকে নতুন কিছু পোস্ট করা হয়েছে কিনা। এমন সেগুলো আপনি পছন্দ করবেন কিনা। এরসঙ্গে দেখা হয় ওই কন্টেন্টগুলোতে আপনার কমেন্ট, লাইক বা শেয়ার করার সম্ভাবনা কতটা। পুরো বিষয়টি করে ফেসবুকের এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।

​কীভাবে পেজের রিচ বাড়াবেন?

প্রথমত- আপনার পোস্টে যেন হিউম্যান টাচ থাকে সেবিষয়ে নজর দিন। অর্থাৎ হিউম্যান ইন্টারেস্ট কন্টেন্টের উপর নজর দিন। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করুন।

fb

​দ্বিতীয়ত-

গতানুগতিক পোস্ট করলেই হবে না। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিও পোস্ট করুন। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন। যার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার্স বা আপনার বন্ধুরা কোনও মন্তব্য করতে পারবেন। তাঁদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে হবে।

 

​তৃতীয়ত-

ক্লিক বেইট কোনও কিছু পোস্ট করা যাবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনও কন্টেন্ট পোস্ট করা একদম উচিত নয়।

​চতুর্থত-

অর্গানিক রিচের ডেটা অ্যানালিসিস করুন নিয়মিত। ফেসবুক ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। কোনও দিন রিচ বাড়ছে, কোনদিন কমছে তা যেমন বুঝতে হবে তেমন কেন বাড়ছে বা কমছে তা বুঝতে হবে।

সূএ: ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রের গভীরে অবস্থান করছে : রিজভী

» শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেননি

» চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে বিশ্বের ১১০ কোটি মানুষ: জাতিসংঘ

» ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সার্ভার

» ৩০ লাখ টাকা করে পাবে আন্দোলনে শহীদদের পরিবার: মাহফুজ আলম

» ৭ মার্চ কোনো ঐতিহাসিক মাইলফলক নয়: টুকু

» শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার

» ব্যাংকিং সেবা উন্নত করতে ইউসিবি ও ডি মানির অংশীদারত্ব চুক্তি

» ইসলামপুর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শেষে নিহত সাংবাদিক কোরবান আলীর জানাযা সম্পন্ন

» জাতীয় স্মৃতিসৌধে পিএসসি চেয়ারম্যানের শ্রদ্ধা

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুক পোস্ট রিচ হয় না? জানুন কী করলে রিচ বাড়বে

ছবি সংগৃহীত

 

ফেসবুক প্রতিদিন অসংখ্য পোস্ট দেন। কিন্তু সকল পোস্টে সমানভাবে লাইক, কমেন্টস আসে না। কখনো ভেবে দেখেছেন কি, কেন এমনটা হয়? আসলে ফেসবুক আপনার সব পোস্ট রিচ করায় না। এর পেছনের কারণ জানলে সমাধানটাও খুঁজে পাবেন।

 

ফেসবুক প্রোফাইলে পোস্টের রিচ কীভাবে বাড়াবেন? এই বিষয়ে অনেকের কাছেই সঠিক উত্তর নেই। অনেকেই পেইড প্রোমোশন করেন। কিন্তু সেটাই কিন্তু একমাত্র সমধানের পথ নয়। তাই ফেসবুকে অর্গানিক রিচ বাড়ানোর পদ্ধতি জানুন।

fb_4

অবসরে সময় কাটানো নয়, ফেসবুক এখন অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বরপূর্ণ একটি মাধ্যম। বিজ্ঞাপনদাতা থেকে শুরু করে ক্রিয়েটর সবাই এখন চেষ্টা করছে অর্গানিক উপায়ে কীভাবে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে নিজেদের কন্টেন্ট পৌঁছানো সম্ভব হবে। কিন্তু অনেকেরই অভিযোগ পোস্টের রিচ অর্গানিক উপায়ে তুলনামূলক অনেক কম হচ্ছে। রিচ বাড়ানোর জন্য টাকা দিয়ে প্রমোট করতে হচ্ছে। এতে অনেক খরচ হচ্ছে ক্রিয়েটরদের। এককথায় লাভের গুড় পিঁপড়ায খাচ্ছে। এই পরিস্থিতি থেকে থেকে বের হবেন কীভাবে? নিজের ফেসবুক পোস্টের রিচ বাড়াবেন কীভাবে? জানুন এই প্রতিবেদনে-

 

প্রথমেই বলে নেওয়া দরকার, নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেদের অ্যালগরিদম পরিবর্তন করে ফেসবুক। অর্থাৎ আজ যে পদ্ধতিতে রিচ বাড়াচ্ছেন কয়েক মাস বা কয়েকদিন পর সেই পদ্ধতিতে রিচ না-ও বাড়তে পারে।

 

এছাড়াও ফেসবুক কখনই নিজেদের অ্যালগরিদম বা মডারেশন পলিশি নিয়ে জানায় না। সুতরাং নির্দিষ্ট ঠিক কোন কোন পদ্ধতিতে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে তা বলা বেশ কঠিন। তবে এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু ধারণা পাবেন আপনারা।

​প্রথমেই জেনে নিন ফেসবুক পোস্টের রিচ কেন কম হচ্ছে?

ফেসবুক তার ইউজারদের মনোভাব বুঝে তাদের কাছে পোস্ট রেকমেন্ড করে। ধরে নিন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আপনি খাবার সংক্রান্ত বিষয়ে পোস্ট করেন। আপনার ওই পেজ যারা লাইক করেছেন তাদের কাছে সেই পোস্ট পৌঁছানোর কথা। কিন্তু দেখা গেল যারা লাইক করেছেন তাদের মধ্যে অনেকেই আপনার পোস্টগুলো পছন্দ করছেন না, অথবা হয়তো আগে পছন্দ করতেন কিন্তু এখন সেগুলো পছন্দের তালিকায় নেই। ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে। এবং যারা আপনার পোস্ট পছন্দ করছেন না তাদের কাছে আপনার পেজের পোস্টগুলো রেকমেন্ড করবে না। ফলে কমবে আপনার পোস্ট রিচ।

fb_main

​দ্বিতীয়ত-

কোন সময়ে কন্টেন্ট পোস্ট করছেন তার ওপর নির্ভর করে আপনার পোস্ট রিচ হয়। আপনি কোনও পোস্ট যদি মাঝরাতে করেন তাহলে তা এমনিতেই বাংলাদেশি ব্যবহারকারীদের কাছে কম পৌঁছাবে। পাশাপাশি ফেসবুকে সবসময় ট্র্যাফিক সমান থাকে না, ফলে ট্র্যাফিক যখন কম থাকে তখন পোস্ট করলে রিচ কমবে আপনার পেজের কন্টেন্টের।

 

​তৃতীয়ত কন্টেন্টে তথ্য

আপনার পোস্ট করা কন্টেন্টে যত ভালো তথ্য থাকে রিচ তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

 

ফেসবুক এআই

এর সঙ্গে আরও একটি বিষয় জেনে রাখা দরকার। আপনি যখনই ফেসবুকে লগইন করে তখন সর্বপ্রথম দেখা হয় আপনার প্রোফাইলের কোনও বন্ধু বা কোনও পেজ থেকে নতুন কিছু পোস্ট করা হয়েছে কিনা। এমন সেগুলো আপনি পছন্দ করবেন কিনা। এরসঙ্গে দেখা হয় ওই কন্টেন্টগুলোতে আপনার কমেন্ট, লাইক বা শেয়ার করার সম্ভাবনা কতটা। পুরো বিষয়টি করে ফেসবুকের এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।

​কীভাবে পেজের রিচ বাড়াবেন?

প্রথমত- আপনার পোস্টে যেন হিউম্যান টাচ থাকে সেবিষয়ে নজর দিন। অর্থাৎ হিউম্যান ইন্টারেস্ট কন্টেন্টের উপর নজর দিন। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করুন।

fb

​দ্বিতীয়ত-

গতানুগতিক পোস্ট করলেই হবে না। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিও পোস্ট করুন। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন। যার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার্স বা আপনার বন্ধুরা কোনও মন্তব্য করতে পারবেন। তাঁদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে হবে।

 

​তৃতীয়ত-

ক্লিক বেইট কোনও কিছু পোস্ট করা যাবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনও কন্টেন্ট পোস্ট করা একদম উচিত নয়।

​চতুর্থত-

অর্গানিক রিচের ডেটা অ্যানালিসিস করুন নিয়মিত। ফেসবুক ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। কোনও দিন রিচ বাড়ছে, কোনদিন কমছে তা যেমন বুঝতে হবে তেমন কেন বাড়ছে বা কমছে তা বুঝতে হবে।

সূএ: ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com