ছবি সংগৃহীত
দক্ষিণের অভিনেতা-অভিনেত্রী নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু যুগলের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর ছুঁই ছুঁই। বিচ্ছেদের পর দীর্ঘ কঠিন সময় পার করতে হয়েছে, পরে নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রেখেছেন সামান্থা। যদিও অনুরাগীদের হৃদয়ে এখনও অটুট নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর জুটি।
এদিকে সব কিছু সামলে পেশাদার অভিনেত্রী হিসাবে নিজের জীবনের অন্যতম সেরা সময় উপভোগ করেছেন এখন। কয়েক বছর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেছেন তিনি। বলিউডে হাতেখড়ির পরে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণেও কাজ করেছেন তিনি। এর মাঝেই ফের মুক্তি পেল নাগা ও সামন্থা অভিনীত ছবি ‘মনম’। প্রায় ১০ বছর আগে মুক্তি পাওয়া ছবি ফের সিনেমা হলে। দেখতে গেলেন নাগা নিজেও।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রেক্ষাগৃহে অন্তরঙ্গ দৃশ্যে ধরা পড়লেন সামান্থা-নাগা। হলের মধ্যে সেসময় উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দর্শকরা। এমন সময় নাগার দিকে ক্যামেরা ঘোরাতেই ঠোঁটের কোণায় ফুটে উঠল হাসি। দর্শক যখন তাদের পছন্দের জুটিকে ফের পর্দায় দেখে আত্মহারা, আসন ছেড়ে উঠে নাচতে শুরু করেন অনেকেই। সেই সময় দর্শকদের আসনে বসে পড়ার অনুরোধ করতে থাকেন ও অভিনেতা।
জানা গেছে, নিজের জীবনটা গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী। বেশির ভাগ সময় দেশের বাইরেই কাটান সামান্থা।
অন্যদিকে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। এরই মধ্যে সামান্থার কথা বলতে শোনা যায় নাগাকে। কোন দিকে যাবে তাদের সম্পর্ক তা ভবিষ্যৎ বলে দেবে!
বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় তাদের সম্পর্ক। তবে একটা সময় তিক্ততা থাকলেও সাম্প্রতিক সময়ে একে অপরের প্রশংসাই করতে শোনা গেছে তাদের। সূএ: ঢাকা পোস্ট ডটকম