ভাবঘর
জলের শব্দঘরে ধোঁয়াশা মেঘেদের ডানা ঝাপটানি
চঞ্চল জলসিঞ্চনে ধরা দেয় সাদা মখমল জড়িয়ে।
দেখি এক অষ্টাদশী ঝোপের মায়া
কেমন করে রাত জেগে পাহারায় ইতি টানে।
নাহ, বুঝি নাই কোনদিন; কচ্ছপের কী দারুণ চলা,
টেনে দেয় যেন বহু বহু প্রজন্মের ইতিকথা।
এই সমান্তরাল পথ যেন হয়রান
কিছু সহজ ঘুরে ঘুরে,
কঠিন হতে হতে মানুষ এক অচেনার কাছে হেরে যায়।
কফিন ও কবুতর
একটু পরেই নামবে সন্ধ্যা
যুবতী রাতের অন্ধকারে বাঁধন আঁটবে ডানা ঝাপটানো কবুতর
আমাদের তাম্রবর্ণ অকস্মাৎ ছায়া।
অসংখ্য অহমের পোস্টারে হেলান দিয়ে
অবসরে গোলাপটির খসে পড়া অথবা খোলস তুলে জোড়া বাঁধা;
এরপর দৃশ্যমান খোলা কাউন্টার,
বিপ্লবী টিকিট হাতে ছুঁয়ে ফেলা ছিপছিপে নৌকার চৌকস গলুই।
সূএ:ডেইলি-বাংলাদেশ