ফাইল ছবি
সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-গ-৪২-৪৬১৮) একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আজ সকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাঠেরপুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭৪৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেট কার, ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার কারবারিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সদর থানায় মামলা ও উদ্ধার করা আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়।