মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহঃ স্বাভাবিক নিয়মে ঈদ উপলক্ষে চাল, ডাল, সেমাই, চিনি কিংবা শাড়ি লুঙ্গি উপহার দেওয়া হয়। কিন্তু ফুলপুরে এবার ঈদের উপহার হিসেবে দেয়া হচ্ছে জমিসহ ঘর। এবারের ঈদুল ফিতরে একেবারে নিঃস্ব ও ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া হবে এসব ঘর।
আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেয়া হবে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সৌভাগ্যবান ৪০ জনকে। ওইদিন গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মাঝে এই উপহার তুলে দিবেন। ফুলপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এসব তথ্য।
২০২০ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। গত বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে এখন চলছে এ প্রকল্পের ৩য় পর্যায়ের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এবারের ৩য় পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে। যাতে ছিন্নমূলদের মুখে হাসি ফুটে।
খোঁজ নিতে সরেজমিনে ফুলপুর উপজেলার রামভদ্রপুর ও দেওলা গ্রামে গিয়ে দেখা গেছে, প্রকল্পের স্থান জুড়ে এখন ঘর নির্মাণ কাজের শেষ মুহূর্তের তোড়জোড় চলছে সাথে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সাজানোর তৎপরতা চলছে। প্রকল্প স্থানের ঘরগুলোকে উপকারভোগীদের বসবাসের উপযোগী করে তুলতে অবশিষ্ট কাজগুলো শেষ করে ফেলা হচ্ছে। এতে সেখানকার বাসিন্দাদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের এই জমিসহ ঘর পেতে যাচ্ছেন জেনে তারা ভীষণ আনন্দিত।
একজন উপকারভোগী বলেন, আগে আমরা মানুষের বাড়িতে ভাড়া থাকতাম পরিবার নিয়ে। মাস শেষে ভাড়া না দিতে পারলে অনেক মন্দ কথা শোনা লাগতো। এখন প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন এটি আমাদের জন্য অনেক আনন্দের। আমাদের আর এখন মানুষের মন্দ কথা শোনা লাগবে না।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, তৃতীয় পর্যায়ে এ উপজেলার ৭টি ইউনিয়নে ৪০টি পরিবারকে জমিসহ ঘর বরাদ্দ দেয়া হচ্ছে। আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘরগুলো তুলে দিবেন।
তিনি আরও বলেন, সাধারণত ঈদের সময় চাল, ডাল বা শাড়ি, লুঙ্গি বিতরণ দেখা যায়। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গৌরবান্বিত করছেন ঈদে ভূমিহীন এবং গৃহহীনদের ঘর এবং জমি দান করে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫৯৫০০ টাকা। প্রতিটি ঘরে রয়েছে ২টি কক্ষ, বাথরুম, রান্নাঘর ও বারান্দাসহ রঙিন টিনের ছাউনী।