ফাইল ফটো
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লক্ষীপুর খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জিরাগাঁও গ্রামের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৮) এবং রূপনগর গ্রামের মান্নান মিয়ার ছেলে আকবর আলী (৪৫)।
স্থানীয়রা জানান, বিকালে লক্ষীপুর খেলার মাঠে জিরাগাঁও ও রূপনগর গ্রামের যুবকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ মুহূর্তে গোল হওয়া না হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মতিন। গুরুতর আহত আকবর আলীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজন নিহত হয়।