ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অধিকাংশ মার্কিনি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ নাগরিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। তাঁদের মতে, জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। অন্যদিকে ৩৩ শতাংশ মার্কিনি এই স্বীকৃতির বিরোধিতা করেছেন এবং ৯ শতাংশ কোনো মত দেননি।

 

এদিকে ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রে দলীয় বিভাজন স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাটসদের ৭৮ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বপক্ষে মত দিয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ৪১ শতাংশ পক্ষে ভোট দিলেও, ৫৩ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চান না।

জরিপে আরও দেখা গেছে, ৬৫ শতাংশ মার্কিনি মনে করেন গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা উচিত, আর ২৮ শতাংশ একমত নন।

 

রয়টার্স জানিয়েছে, এই অনলাইন জরিপে ৪ হাজার ৪৪৬ জন মার্কিনি অংশ নেন, যেখানে ফলাফলে ২ শতাংশ মার্জিন অব এরর থাকতে পারে।

 

এদিকে মাটিতে ভিন্ন চিত্র। ইসরায়েলি সেনারা গাজা সিটির উপকণ্ঠের নিয়ন্ত্রণ নিয়েছে এবং পুরো শহর দখলে নিতে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। গত বুধবার পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে গাজায় হামলায় প্রাণহানি বাড়ছে।

 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার ইসরায়েলি অভিযানে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হন, অনাহারে মারা যান আরও ৩ জন। এ নিয়ে অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৬৯ জনে, যাদের মধ্যে ১১২ শিশু। এছাড়া বিতর্কিত সংগঠন জিএইচএফের ত্রাণ বিতরণকেন্দ্রে হামলায় ৩০ জন নিহত হন, তাঁদের মধ্যে ছিলেন জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান।

 

একই সময়ে ইসরায়েল জানিয়েছে, হামাস দেওয়া ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তারা খতিয়ে দেখছে। এতে গাজায় আটক অর্ধেক ইসরায়েলিকে মুক্তি দেওয়ার বিষয় রয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মতে, গাজায় পর্যাপ্ত সরবরাহ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এ কারণে দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে।

সূত্র : রয়টার্স, আল জাজিরা

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আপনাকে নিয়ে কিন্তু বহু রহস্য থেকে যায়, পিনাকীকে রাশেদ

» গোপালগঞ্জ থেকে দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার

» মুরগি–গরু–মাছের বাজারে আগুন

» ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

» চাঁদাবাজি-মাদক দমনে এখনই সুবর্ণ সুযোগ

» গুগল ট্রান্সলেটে এআই সুবিধা

» গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই বাংলাদেশির

» আওয়ামী লীগ নেত্রী রুনু গ্রেফতার

» শাহরুখপুত্রের পরিচালনায় সালমান, রণবীর, ববি ও করণ

» ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অধিকাংশ মার্কিনি

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অধিকাংশ মার্কিনি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ নাগরিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। তাঁদের মতে, জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। অন্যদিকে ৩৩ শতাংশ মার্কিনি এই স্বীকৃতির বিরোধিতা করেছেন এবং ৯ শতাংশ কোনো মত দেননি।

 

এদিকে ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রে দলীয় বিভাজন স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাটসদের ৭৮ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বপক্ষে মত দিয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ৪১ শতাংশ পক্ষে ভোট দিলেও, ৫৩ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চান না।

জরিপে আরও দেখা গেছে, ৬৫ শতাংশ মার্কিনি মনে করেন গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা উচিত, আর ২৮ শতাংশ একমত নন।

 

রয়টার্স জানিয়েছে, এই অনলাইন জরিপে ৪ হাজার ৪৪৬ জন মার্কিনি অংশ নেন, যেখানে ফলাফলে ২ শতাংশ মার্জিন অব এরর থাকতে পারে।

 

এদিকে মাটিতে ভিন্ন চিত্র। ইসরায়েলি সেনারা গাজা সিটির উপকণ্ঠের নিয়ন্ত্রণ নিয়েছে এবং পুরো শহর দখলে নিতে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। গত বুধবার পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে গাজায় হামলায় প্রাণহানি বাড়ছে।

 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার ইসরায়েলি অভিযানে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হন, অনাহারে মারা যান আরও ৩ জন। এ নিয়ে অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৬৯ জনে, যাদের মধ্যে ১১২ শিশু। এছাড়া বিতর্কিত সংগঠন জিএইচএফের ত্রাণ বিতরণকেন্দ্রে হামলায় ৩০ জন নিহত হন, তাঁদের মধ্যে ছিলেন জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান।

 

একই সময়ে ইসরায়েল জানিয়েছে, হামাস দেওয়া ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তারা খতিয়ে দেখছে। এতে গাজায় আটক অর্ধেক ইসরায়েলিকে মুক্তি দেওয়ার বিষয় রয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মতে, গাজায় পর্যাপ্ত সরবরাহ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এ কারণে দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে।

সূত্র : রয়টার্স, আল জাজিরা

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com