ফিলিস্তিনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে তালা ঝুলিয়ে দিল ইসরাইল

ছবি সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের সব দরজায় তালা লাগিয়ে দিয়েছে দখলার ইসরাইলি কর্তৃপক্ষ। বিশ্বাস করা হয়, এ মসজিদের সঙ্গেই হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফের কবর রয়েছে।খবর ওয়াফা নিউজ এজেন্সির।

সোমবার আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দখলদারদের কর্মকাণ্ড একটি বিপজ্জনক পদক্ষেপ, যার লক্ষ্য ইব্রাহিমি মসজিদ, এর করিডোর, উঠোন, কক্ষ এবং অভ্যন্তরীণ ও বহিরাগত দরজার ওপর মন্ত্রণালয়ের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে ক্ষুণ্ণ করা।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ বিষয়টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি গুরুতর অবস্থান গ্রহণ করা প্রয়োজন। ধর্মীয় স্থানগুলো রক্ষার দায়িত্বের জন্য এই অন্যায্য দখলদারকে জবাবদিহি করতে হবে, সেগুলোতে আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে এবং সেগুলো দখল ও চুরি করার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যখন তাদের আক্রমণগুলো ধীরে ধীরে এবং পদ্ধতিগতভাবে মসজিদটিকে একটি ইহুদি উপাসনালয়ে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে, যেখানে তালমুদ প্রার্থনা করা হয়।

 

ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মোয়াতাজ আবু স্নেইনেহ জোর দিয়ে বলেন, মসজিদের অভ্যন্তরে সমস্ত কবর এবং সম্পদ ইসলামী ওয়াকফের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত, যার সার্বভৌমত্ব এবং আইনি এখতিয়ার রয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরাইলি কর্মকাণ্ড এই স্থানগুলোর পবিত্রতার ওপর একটি স্পষ্ট এবং গুরুতর আক্রমণ, যা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না।

 

মসজিদের পরিচালক হেবরনের জনগণকে মসজিদের ভেতরে নামাজ আদায় এবং বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে দৃঢ়তা ও অধ্যবসায়ের সঙ্গে ইসরাইলি আক্রমণ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মুক্তিযোদ্ধা বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 

» অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ

» এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

» ‘নির্বাচনে জোরপূর্বক জয় ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি আর চাই না’

» তলানির দিকে যাচ্ছে বিএনপি, সংসদ নির্বাচনে ১০০’র বেশি আসন পাবে না: এনসিপি

» বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করা হবে : খোন্দকার মোশাররফ

» এয়ারটেল গেমিং এরেনা-এর যাত্রা শুরু, ‘পাবজি মোবাইল’ এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা

» দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে পাওয়া যাচ্ছেসর্বোচ্চ ৫৫% ডিসকাউন্ট

» নরসিংদীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় তিন আসামীকে কারাগারে

» দুর্গাপূজা উপলক্ষ্যে রেস্টুরেন্ট ও লাইফস্টাইল পণ্য কেনাকাটায় নগদের আকর্ষণীয় ক্যাশব্যাক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফিলিস্তিনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে তালা ঝুলিয়ে দিল ইসরাইল

ছবি সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের সব দরজায় তালা লাগিয়ে দিয়েছে দখলার ইসরাইলি কর্তৃপক্ষ। বিশ্বাস করা হয়, এ মসজিদের সঙ্গেই হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফের কবর রয়েছে।খবর ওয়াফা নিউজ এজেন্সির।

সোমবার আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দখলদারদের কর্মকাণ্ড একটি বিপজ্জনক পদক্ষেপ, যার লক্ষ্য ইব্রাহিমি মসজিদ, এর করিডোর, উঠোন, কক্ষ এবং অভ্যন্তরীণ ও বহিরাগত দরজার ওপর মন্ত্রণালয়ের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে ক্ষুণ্ণ করা।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ বিষয়টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি গুরুতর অবস্থান গ্রহণ করা প্রয়োজন। ধর্মীয় স্থানগুলো রক্ষার দায়িত্বের জন্য এই অন্যায্য দখলদারকে জবাবদিহি করতে হবে, সেগুলোতে আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে এবং সেগুলো দখল ও চুরি করার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যখন তাদের আক্রমণগুলো ধীরে ধীরে এবং পদ্ধতিগতভাবে মসজিদটিকে একটি ইহুদি উপাসনালয়ে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে, যেখানে তালমুদ প্রার্থনা করা হয়।

 

ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মোয়াতাজ আবু স্নেইনেহ জোর দিয়ে বলেন, মসজিদের অভ্যন্তরে সমস্ত কবর এবং সম্পদ ইসলামী ওয়াকফের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত, যার সার্বভৌমত্ব এবং আইনি এখতিয়ার রয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরাইলি কর্মকাণ্ড এই স্থানগুলোর পবিত্রতার ওপর একটি স্পষ্ট এবং গুরুতর আক্রমণ, যা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না।

 

মসজিদের পরিচালক হেবরনের জনগণকে মসজিদের ভেতরে নামাজ আদায় এবং বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে দৃঢ়তা ও অধ্যবসায়ের সঙ্গে ইসরাইলি আক্রমণ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com