সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আসন্ন ক্লাব বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী এক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতাকে সামনে রেখে চালু করা হচ্ছে একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো, যা ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত খোলা থাকবে।
ফিফার এই উদ্যোগের সঙ্গে একমত হয়েছে ২০টি সদস্য দেশ, যাদের ক্লাবগুলোই এবারের ৩২ দলবিশিষ্ট ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে। এই বিশেষ ট্রান্সফার উইন্ডোর আওতায় ক্লাবগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে, যাতে টুর্নামেন্ট শুরুর আগেই দল গোছানোর সর্বোচ্চ সুযোগ পায় অংশগ্রহণকারী ক্লাবগুলো।
ফিফা জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলোর নিবন্ধন প্রক্রিয়ার সময়সীমা এবং ঘরোয়া মৌসুমের সময়সূচির মধ্যে সমন্বয় সাধন করা। বিশেষ করে যেসব খেলোয়াড়ের চুক্তির মেয়াদ এই সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করাও এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।
বিশেষ এই ট্রান্সফার উইন্ডো কেবল অংশগ্রহণকারী ক্লাবগুলোর জন্য নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর ঘরোয়া লিগের সব ক্লাবের জন্যই প্রযোজ্য হবে।
তালিকাভুক্ত ২০টি দেশ হলো: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, মিশর, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, মরক্কো, নিউজিল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, স্পেন, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র।
উল্লেখযোগ্যভাবে, এই বিশেষ উইন্ডো ১০ জুন বন্ধ হলেও, ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে আরও একটি সীমিত সময়ের ‘ইন-কম্পিটিশন উইন্ডো’ চালু করা হবে। ২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে ক্লাবগুলো প্রয়োজন অনুযায়ী নতুন খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করতে পারবে।