গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে সেরে মুম্বাই ফিরলেও সেই রেশ যেন কাটতে চাইছে না বলিউড তারকা ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের জীবনে। শিবানীর ইন্সটাগ্রামে একের পর এক দুজনের ছবি। শুধু তাই নয়, ফারহান আর শিবানীর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।
শিবানীর চেহারা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি কি অন্তঃসত্বা? একেবারে হাল্কা পেঁয়াজি রঙের ছোট গাউনে স্বামী ফারহানের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। সেই ছবি দেখে অনুরাগীদের একাংশের ধারণা, শিবানী মা হতে চলেছেন। এই খবরে অনেকেই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে এই প্রথম নয়, এর আগে লাল ফিশটেইল গাউনে দেখা গেছে শিবানীকে এবং কালো স্যুটে ফারহানকে। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছিলেন নেটাগরিকেরা। সেই ছবির মন্তব্য বাক্সেও ছিল নব দম্পতির জীবনে নতুন অতিথি আসার শুভেচ্ছা।
২০১৫ সালে একটি টেলিভিশন রিয়্যালিটি শো, ‘আই ক্যান ডু দ্যাট’-এর সেটে দেখা হয়েছিল ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের। শিবানী ছিলেন একজন প্রতিযোগী এবং ফারহান অনুষ্ঠানের সঞ্চালনা করতেন। সেই সময় থেকেই প্রেম জমে ওঠে তাদের। সূএ:ঢাকাটাইমস