ছবি সংগৃহীত
সেমিফাইনালের ম্যাচের শুরুতেই ‘ডি বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমার চোখ ধাধানো গোল। প্রথম এই গোলই যেন বাংলাদেশের মোড় ঘুড়িয়ে দেয়, বাড়ায় বাড়তি মনোবল। একে একে বাংলাদেশ, ভুটানের জালে দিয়েছেন ৭ গোল, এবারের আসরে প্রথম গোল পেয়েছেন ঋতুপর্ণা।
বাংলাদেশ আবারো খেলবে সাফের ফাইনাল, তবে ম্যাচ শেষে কোনো উদযাপনই করেনি বাংলাদেশ। ফাইনাল নিয়ে নিয়ে পরিকল্পনা কী? কেন উদযাপন নেই? ম্যাচ শেষে টিম বাসের দিকে যাচ্ছিলেন ঋতুপর্ণা চাকমা। বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। ঋতুপর্ণাকে ডাক দিতেই হাসি দিয়ে বললেন কী বলবো?। ডি বক্সের বাইরে থাকে দারুণ গোল করলেন; আবারো ফাইনাল খেলবেন, এই অনুভূতিটা আসলে এখন কেমন? এমন প্রশ্নে ঋতুপর্ণা চাকমা বলেন, আমরা বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছিলাম, ম্যাচ বাই ম্যাচ জিতবো। এখন সেফিফাইনাল জিতে ফাইনালে উঠেছি আমরা খুবই আনন্দিত।
প্রথম গোল পেয়েছেন আনন্দটা কেমন? এই প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা চাকমা বলেন, গোল করেছি আনন্দ লাগতেছে। ফাইনাল ম্যাচের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, খেলার উপর সব কিছু নির্ভর করে। আমরা বেশ কয়েকদিন এখন সময় পাবো, ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে মাঠে নামবো। গত সাফের আপনারা বিভিন্নভাবে উদযাপন করেছেন, যা ব্যাতিক্রমী ছিল। এবার কোনো উদযাপন দেখছি না, এর কারণ কী?।