ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫: ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
এই পার্টনারশিপের আওতায়, ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকরা বিশেষ ওয়েলকাম ভাউচার এবং শেয়ারট্রিপের এক্সক্লুসিভ ডিসকাউন্ট ক্যাম্পেইন উপভোগ করতে পারবেন।
শেয়ারট্রিপ দেশের শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি, যা একই প্ল্যাটফর্মে ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন এবং হলিডে প্যাকেজসহ ভ্রমণ ও লাইফস্টাইল-সংক্রান্ত বিভিন্ন সেবা দেয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট, মেহরুবা রেজা; হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাক্যুইজিশন, সৈয়দ মাহিন জুবায়েদ এবং শেয়ারট্রিপের পক্ষ থেকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অরূপ রতন বড়ুয়া এবং জেনারেল ম্যানেজার অব অপারেশনস, ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক তাদের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ সুবিধা ও ব্যতিক্রমী অভিজ্ঞতার নিশ্চয়তাকে আরও শক্তিশালী করলো, যাতে গ্রাহকগণ বিশ্বমানের ব্যাংকিং সুবিধার পাশাপাশি অনন্য ভ্রমণ অভিজ্ঞতাও অনায়াসে উপভোগ করতে পারেন।