ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা শাহিদ কাপুর ও কারিনার কাপুরের হৃদয়ঘটিত সম্পর্কের কথা জানেন না এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। বি-টাউনের আলোচিত প্রেম ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়েননি তারা।
কারিনা জীবনসঙ্গী হিসেবে সাইফ আলী খানকে বেছে নেওয়ার পর শাহিদও নিজেকে বেঁধেছেন মিরার আঁচলে। এবার বহু বছর পর প্রাক্তন কারিনাকে বুকে জড়িয়ে ধরলেন শাহিদ।
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার অনুষ্ঠানে পাপারাজ্জিদের ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, পুরনো মান-অভিমান ভুলে প্রকাশ্যে প্রাক্তন প্রেমিক শাহিদকে বুকে টেনে নিলেন করিনা। যা সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই ব্যাপক সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। নতুন করে আলোচনায় বলি তারকাদের প্রেম কাহিনী।
একসময় তাদের প্রেম বলিউডে হইচই ফেলেছিল। দু’জনের চুমুর ভিডিও আজ শুধুই নস্ট্যালজিয়া! তবে বেশি দিন দীর্ঘ হয়নি তাদের সম্পর্ক। ২০০৭ সালে ব্রেকআপের পর থেকে দুই জনের কথা বলা তো দূরে থাক, মুখ দেখাদেখি বন্ধ ছিল তাঁদের। এরমধ্যে কেটে গেছে আঠারোটা বছর।
বলিউডে তারকাযুগল বিচ্ছেদের ঘটনা নিয়মিত। অনেকে বিচ্ছেদের পর প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন। তবে শাহিদ এবং করিনা সেই পথে হাঁটেননি। এক মঞ্চেও কখনও দেখা যায়নি তাদের।
প্রসঙ্গত, আইফা অনুষ্ঠনের উপস্থিত বিশেষ অতিথিদের সম্মান জানাতে একসাথে মঞ্চে উঠেন শাহিদ-করিনা। তারপরই দু’জন দু’জনকে জড়িয়ে ধরেন। তাদেরকে একসাথে দেখে আনন্দিত অনুরাগীরাও।