ঢাকা, ২৪ মে ২০২৫: উদ্ভাবনী ও গ্রাহক-কেন্দ্রিক সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি এবং ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেড -এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক ল্যাভেন্ডার সুপার শপের বিভিন্ন আউটলেটে সর্বাধুনিক পিওএস (পয়েন্ট অব সেল) মেশিন সরবরাহ করবে, যার মাধ্যমে গ্রাহকরা সহজে ও নিরাপদে কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন। পাশাপাশি প্রাইম ব্যাংকের গ্রাহকরা ল্যাভেন্ডার সুপারশপ থেকে পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা উপভোগ করবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার টি ডি পাকির। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল, ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং আব্দুল মাতিন তারেক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের লক্ষ্য- ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং বিশ্বস্ত গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা নিশ্চিত করা। এটি প্রাইম ব্যাংকের স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সহায়তা এবং ক্যাশলেস অর্থনীতির বিকাশের প্রতিশ্রুতির প্রতিফলন।