ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজবাড়ীর সদর উপজেলায় প্রাইভেটকার চাপায় মোকাররম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেলে চালকের মৃত্যু হয়েছে। নিহত মোকাররম জেলার কালুখালী উপজেলার বিকয়া গ্রামের মোতাহার মোল্লার। সে নিজ বাড়িতে কৃষিকাজ করতেন।
আজ পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা বাসস্ট্রান্ডের সামনে এ ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকালে বিকয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রাজবাড়ী যাচ্ছিলেন মোকাররম। পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা বাসস্ট্রান্ড পৌছালে পাংশা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শনিবার পৌনে ৫টার দিকে কালুখালীর বিকয়া গ্রাম থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন মোকাররম। গান্ধিমারা বাসস্ট্রান্ডে দ্রুতগতির অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘাতক মাইক্রোবাসটিকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশের ওই কর্মকর্তা।