সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : প্রশাসন ও গণমাধ্যমকে দেশপন্থী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আমরা চাই, গণমাধ্যম নির্ভয়ে প্রশ্ন করুক। কোনো ব্যক্তি বা দলের পূজারি হোক এমন গণমাধ্যম আমরা চাই না। গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ ভূমিকা পালন না করে, তাহলে আজকের গণমাধ্যমও অতীতের মতো প্রশ্নবিদ্ধ হবে।
রবিবার (২৫ মে) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে এনসিপির একটি পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমরা মুজিববাদী সংবিধান চাই না। আমরা চাই একটি সংস্কারকৃত সংবিধান, যা জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। সেই সংবিধানে থাকবে সাম্য, ন্যায্যতা এবং রাষ্ট্র হবে জনগণের কাছে দায়বদ্ধ।
তিনি অভিযোগ করে বলেন, “সংবিধান সংস্কারের বিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে। তাই জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিচারব্যবস্থার সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে জনগণ কী ভাবছে, তা জানতে আমরা চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রতিটি উপজেলায় পথসভা শুরু করেছি।
তিনি জানান, “নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন, আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন—এসব নিয়েই গঠিত হবে পরবর্তী রোডম্যাপ। গতকাল এসব প্রস্তাবনা আমরা এনসিপির প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি।
চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে এনসিপির এই পথসভাগুলো অনুষ্ঠিত হয়।
এইসব সভায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক প্রমুখ।