ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ন্যায়বিচারেই ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আশা প্রকাশ করেছেন।
‘অপেক্ষায় রইলাম…’ উল্লেখ করে জামায়াত আমির লিখেছেন, ‘এ বি এম খাইরুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি।’
তিনি বলেন, ‘এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেননি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সব অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল।
তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায়বিচারই প্রত্যাশা করি। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন — এই আশাই রাখি।’
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে (অব.) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসাবে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এ বি এম খায়রুল হক শপথ নেন। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।