প্রথমবারের মতো ‘মেট গালায়’ বলিউড কিং

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালায়’ প্রথমবারের মত অংশ নিচ্ছেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। ফ্যাশনের ওই আন্তর্জাতিক ইভেন্টে শাহরুখ হাঁটবেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে।

 

এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি। ‘মেট গালা’ বরাবরই ফ্যাশনপ্রিয় মানুষের আগ্রহের একটি জায়গা। প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার বসে মেট গালার আসর। সে রীতি মেনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এবারের আসর বসছে ৫ মে।

এর আগেও মেট গালায় ভারতের হিন্দি সিনেমার তারকাদের উপস্থিতি দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা গত কয়েক বছরে তার ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন। তবে শাহরুখই হতে যাচ্ছেন বলিউডের প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন।

 

মেট গালার আসর মানেই সুন্দর কিংবা অদ্ভুত ফ্যাশনের এক জমকালো আসর। এ আসরে মডেল, অভিনেতা, লেখক, সংগীত শিল্পীদের পাশাপাশি অনেক সময় খেলার জগতের তারকারাও অংশ নেন। প্রতি বছরই মেট গালায় আমন্ত্রিতদের জন্য আগে থেকে ঘোষণা করা হয় ‘থিম’। সেই ‘থিম’ বা ভাবনার সঙ্গে সাদৃশ্য রেখে পোশাক পরেন আমন্ত্রিতেরা।

 

এ বছরের মেট গালার মূল ভাবনা জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের শেষে। বলা হয়েছিল ২০২৫ সালের মেট গালার ভাবনা অনুপ্রাণিত হবে কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে। ‘থিমের’ নাম ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। সেই ভাবনা মাথায় রেখে শাহরুখের জন্য পোশাক তৈরি করেছেন সব্যসাচী।

 

তবে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বা টিমের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। এবারের মেট গালায় দেখা যাবে ব্লেক লাইভলি, রিয়ানা, সারাহ জেসিকা পার্কারসহ আরো অনেক তারকাকে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জেলের জালে ধরা পড়ল ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের কাতলা,বিক্রি ৪৪ হাজার

» অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

» শিবির প্যানেলের চার নারী প্রার্থীই বিজয়ী

» “দুর্জন যে বিদ্বান হলেও সর্বদা পরিত্যাজ্য”: গণেশ

» ডাকসুতে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করেছে শিবির: মির্জা আব্বাস

» সবার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছে জামায়াত: মাসুদ সাঈদী

» গভীর ষড়যন্ত্রের ফল হচ্ছে ডাকসু নির্বাচন : প্রিন্স

» গণেশ লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয় :বিএনপি নেত্রী নিপুণ রায়

» ডাকসু বিজয়ীদের শুভেচ্ছা জানালেন সাবেক ভিপি নুর

» ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না: মান্না

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রথমবারের মতো ‘মেট গালায়’ বলিউড কিং

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালায়’ প্রথমবারের মত অংশ নিচ্ছেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। ফ্যাশনের ওই আন্তর্জাতিক ইভেন্টে শাহরুখ হাঁটবেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে।

 

এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি। ‘মেট গালা’ বরাবরই ফ্যাশনপ্রিয় মানুষের আগ্রহের একটি জায়গা। প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার বসে মেট গালার আসর। সে রীতি মেনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এবারের আসর বসছে ৫ মে।

এর আগেও মেট গালায় ভারতের হিন্দি সিনেমার তারকাদের উপস্থিতি দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা গত কয়েক বছরে তার ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন। তবে শাহরুখই হতে যাচ্ছেন বলিউডের প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন।

 

মেট গালার আসর মানেই সুন্দর কিংবা অদ্ভুত ফ্যাশনের এক জমকালো আসর। এ আসরে মডেল, অভিনেতা, লেখক, সংগীত শিল্পীদের পাশাপাশি অনেক সময় খেলার জগতের তারকারাও অংশ নেন। প্রতি বছরই মেট গালায় আমন্ত্রিতদের জন্য আগে থেকে ঘোষণা করা হয় ‘থিম’। সেই ‘থিম’ বা ভাবনার সঙ্গে সাদৃশ্য রেখে পোশাক পরেন আমন্ত্রিতেরা।

 

এ বছরের মেট গালার মূল ভাবনা জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের শেষে। বলা হয়েছিল ২০২৫ সালের মেট গালার ভাবনা অনুপ্রাণিত হবে কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে। ‘থিমের’ নাম ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। সেই ভাবনা মাথায় রেখে শাহরুখের জন্য পোশাক তৈরি করেছেন সব্যসাচী।

 

তবে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বা টিমের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। এবারের মেট গালায় দেখা যাবে ব্লেক লাইভলি, রিয়ানা, সারাহ জেসিকা পার্কারসহ আরো অনেক তারকাকে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com