সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় ‘শাপলা’ না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তরুণদের নেতৃত্বে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এই প্রতীকটি চেয়েছিল।
বুধবার (৯ জুলাই) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল শাপলা প্রতীক না রাখার বিষয়টি জানিয়েছেন।
নির্বাচন কমিশনার বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না প্রতীকটি। আমরা নীতিগতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছি।
এনসিপি সম্প্রতি দলীয় নিবন্ধনের আবেদনে নিজেদের প্রতীক হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রাখে শাপলাকে। এই প্রতীক তারা পাবেন এমন আশাবাদের কথাও জানান এনসিপি নেতারা। তবে নাগরিক ঐক্যও দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করে। এছাড়া শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হতে পারে কি না এটা নিয়েও বিতর্ক ওঠে। এর মধ্যেই এএমএম নাসির উদ্দিন কমিশন শাপলাকে প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলো।
জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের ৬৯টি থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করার কথা ভাবছে ইসি। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে শিগগির।