ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : সোনারগাঁয়ের এক প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান হাবুকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-১১।
ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে আসামি হাবিবুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সোনারগাঁ উপজেলার রাউৎগাও এলাকার আতশ আলী ছেলে।
সোমবার রাতে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করে অভ্যস্ত। প্রতিদিনের মতো সে গত ২২ ফেব্রুয়ারি দুপুরে পেচাইন গ্রাম থেকে নিজ বাড়ি রাউৎগাও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমান হাবু কৌশলে ডেকে তার বসতঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিম যদি ধর্ষণের বিষয়ে কাউকে জানায় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবেন বলে হুমকি প্রদান করে ছেড়ে দেওয়া হয়। যখন বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারেন তখন তার মা রুমি আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।