সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চাঁদপুরের সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার ও ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আজ সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৬ পিস বিদেশি মদ উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িতরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়। একই রাত সদর উপজেলার জাফরাবাদ এলাকা হতে মাদক কারবারি মো. মাসুদ গাজী (৩৮) এবং মো. শামীম হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ পিস ইয়াবা ট্যাবলেট।
এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় অপর অভিযানে মোখলেছুর রহমান (৩২) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গ্রেফতার মাদক কারবারি ও জব্দ করা মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিজ নিজ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।