ফাইল ছবি
কুষ্টিয়ায় পদ্মানদীর চর দখল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল সরদার (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়।
আজ সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পদ্মানদীর চর দখল নিয়ে স্থানীয় সরদার বংশ এবং গায়েন বংশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সরদার বংশের দুই-তিনজনকে মারধর করে গায়েন বংশের লোকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ সকাল ৯টার দিকে সরদার বংশের লোকজন কাজের জন্য বাজারের দিকে গেলে গায়েন বংশের লোকজন আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তৌহিদুল-সহ আরও ১১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তহিদুলকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।