পুলিশের পোশাক পরে ভৈরবের ব্যবসায়ী আক্তার হোসেনের ২৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় পাঁচজন অপরাধীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ব্রাক্ষণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে এসব অপরাধীকে গ্রেফতার করে। তারা ডাকাতির কথা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— ব্রাক্ষণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার ইসমাইল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪৮), একই জেলার নবীনগর উপজেলার নোয়াগ্রামের জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৫০), কুমিল্লা জেলার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নাজির আহমেদ (৫৮), ব্রাক্ষণবাড়িয়া শহরের মধ্য মেড্ডা এলাকার ঝারু মুন্সির ছেলে মো. রাজিব (৩৩), একই এলাকার মজিবুর রহমানের ছেলে শাহজাহান মিয়া (৬০)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই সেট পুলিশের নকল পোশাক, এক জোড়া হ্যান্ডকাপ, একটি পুলিশের বেল্ট, ২০০ ইউএস ডলার, ২০০০ সৌদি রিয়াল, ১১ হাজার বাংলাদেশি টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি উদ্ধার করে ডিবি পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
তিনি জানান, গত ১৬ জুন বিকালে ভৈরবের ব্যবসায়ী মো. আক্তার হোসেন (৩৪) মোটরসাইকেল চালিয়ে তার বাড়ি যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা থানার রামনগর যাওয়ার সময় পুলিশের পোশাক পরে ডাকাতরা তাকে মারধর করে ২৭ লাখ টাকা নিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী আক্তারের ভাই দেলুয়ার হোসেন গত রোববার রায়পুরা থানায় একটি মামলা করেন।,