ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :পুলিশকে মারধর করে মাদক মামলায় বাপ্পি নামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করার ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুর-১১ সবুজ বাংলার সামনে অ্যাভিনিউ-৫ এলাকার তালতলা বস্তিতে পুলিশকে আহত করে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয় বস্তিবাসী। এখন পর্যন্ত আসামির কোনো সন্ধান না পাওয়া গেলেও এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, সাজাপ্রাপ্ত সেই আসামিকে ধরে পুলিশের সদস্যরা থানার দিকে আসছিল। কিন্তু তার আগেই সেখানকার নারী পুরুষ মিলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে সেই আসামিকে ছিনিয়ে নেয়। ঘটনায় এখন পর্যন্ত সেই আসামির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কিন্তু সেই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, হ্যান্ডকাফ নিয়ে পালানোর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো উদ্ধার হয়নি হ্যান্ডকাফ, গ্রেফতার হয়নি পালিয়ে যাওয়া মাদক কারবারি বাপ্পি।