সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি ও ঘুষ সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। একটি টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘আগে যেখানে চাঁদা ১০ টাকা ছিল, এখন সেটা ১০০ টাকা হয়েছে। কেউ এটিকে বলে ডোনেশন, কেউ বলে হাদিয়া, আবার কেউ বলে ফান্ড; কিন্তু আদতে সবই চাঁদাবাজি।’
তিনি আরো বলেন, ‘ঘুষের পরিমাণও আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এখন ঘুষ দেওয়াও কঠিন, কারণ অনেক বেশি দিতে হয়। প্রশাসনের বিভিন্ন স্তরে, এমনকি পুলিশ পর্যন্ত ঘুষের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে চাঁদা তোলা হচ্ছে।’ এম এ আজিজ অভিযোগ করেন, ‘সব রাজনৈতিক দলই কমবেশি চাঁদাবাজির সঙ্গে জড়িত।
কেউ সরাসরি রাস্তা থেকে নিচ্ছে, কেউ আবার বড় ব্যবসায়ী থেকে মোটা অঙ্কের চাঁদা নিচ্ছে। এনসিপি নেতাদের বিরুদ্ধেও বড় অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ আছে। একই সঙ্গে বিএনপি কর্মীরাও কিছু এলাকায় চাঁদা তোলার সঙ্গে জড়িত, যেখানে আগে আওয়ামী লীগের প্রভাব ছিল।’ একটি টক শো আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি গোলটেবিল বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, সরকারের মধ্যে আরেকটি সরকার কাজ করছে।
একজন আইনজীবী বলেছেন, আদালতে এমন ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে যে, রায় তো দূরের কথা, আদেশ দেওয়াও কঠিন হয়ে পড়েছে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এক বছর পেরিয়ে যাচ্ছে, এখন সময় এসেছে শক্তভাবে হিসাব নেওয়ার।’ এম এ আজিজ আরো বলেন, ‘এই মুহূর্তে কেউই দেশে ইতিবাচক পরিস্থিতির কথা বলছে না। দেশ একদম শূন্যে ভাসছে।’