ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ একসময় ছিল ব্যাপক দুর্নীতির দেশ। দুর্নীতির দিক দিয়ে আমাদের সঙ্গে কোনো দেশ তুলনা করতে পারত না। আমরা ছিলাম দুর্নীতির চ্যাম্পিয়ন। কিন্তু এখন আমরা নতুন বাংলাদেশের পথে এগোচ্ছি—একটি দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন নিয়ে।’ কাতারের রাজধানী দোহায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি আরও বলেন, ‘বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে—কেউ বলছেন আমরা যথেষ্ট দক্ষ নই, দ্রুত কাজ করতে পারছি না, সব সমস্যার সমাধান দিতে পারছি না। তবে একটি বিষয়ে পুরো দেশ একমত—এই সরকারের মধ্যে কোনো দুর্নীতি নেই। আপনি যাকেই জিজ্ঞেস করুন না কেন, সবাই একবাক্যে স্বীকার করবেন, এই সরকার দুর্নীতিমুক্ত।
অধ্যাপক ইউনূসের এই বক্তব্যে নতুন বাংলাদেশের প্রতি তাঁর প্রত্যয় এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রশাসন গড়ার লক্ষ্যের প্রতিফলন ঘটেছে।